ঢাকা, শনিবার ০৪ মে ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের চৌহালীতে ইউপি চেয়ারম্যান অপসারণ
জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের চৌহালীতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে উমারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন মন্ডলকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। আবদুল মতিন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি। আজ বুধবার (৯ জুন) স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আবু জাফর রিপন পিএএ স্বাক্ষরিত এক চিঠিতে চেয়ারম্যানকে অপসারনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, সরকারের ভিজিডি কার্ডধারীদের চাল বিতরণে অনিয়ম, ভিজিডি কার্ডধারীদের প্রতিমাসে দুইশত টাকা জমা না দিয়ে উল্টো আরও ৫০ টাকা করে সঞ্চয় আদায়সহ জেলেদের মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণে অনিয়ম করেছে। ২০১৯-২০ অর্থ বছরে অতিদরিদ্রদের জন্য কর্মসূচির

আওতায় শ্রমিকদের মাথাপিছু এক হাজার টাকা উত্তোলন ছাড়াও চেকে ভুয়া স্বাক্ষর দিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছে। বিধি-বিধান তোয়াক্কা না করে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের টাকা উত্তোলন করেছে। এনিয়ে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে উর্ধ্বতন মহলের

দৃষ্টি আকর্ষন করে যুগান্তর সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসকের সুপারিশে সাময়িক বরখাস্ত করা হয় এবং কেন চূড়ন্তভাবে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হবে না তা নিয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে অনুরোধ

করা হয়। এছাড়াও আব্দুল মতিন মন্ডলের জবাব সন্তোষজনক না হওয়ায় জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (খ) ও (ঘ)  ধারায়  অপরাধ করায় একই আইনের ৩৪ এর  (৫) ধারা মোতাবেক  আব্দুল মতিন  মন্ডলকে চেয়ারম্যান পদ থেকে স্থায়ী  অপসারণ  করা হয়। চৌহালী উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিন জানান, অবিলম্বে চিঠির নির্দেশনা মোতাবেক চেয়ারম্যান পদ শূন্য  ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

2 responses to “সিরাজগঞ্জের চৌহালীতে ইউপি চেয়ারম্যান অপসারণ”

  1. … [Trackback]

    […] Here you can find 49210 additional Info to that Topic: doinikdak.com/news/23902 […]

  2. … [Trackback]

    […] There you will find 95282 additional Info to that Topic: doinikdak.com/news/23902 […]

Leave a Reply

Your email address will not be published.

x