ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন
আত্রাইয়ে পল্লী সমাজ গঠন উপলক্ষে ওরিয়েন্টেশন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় তৃণমূল নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে পল্লী সমাজ গঠন উপলক্ষে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বিশা ইউনিয়নের বৈঠাখালী গ্রামে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন পল্লী সমাজের সভা প্রধান সুফিয়া বেগম।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন নওগাঁ জেলা সিনিয়র জেলা ব্যবস্থাপক ইলিয়াস সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক আত্রাইয়ের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক রোজিনা আক্তার, পল্লী সামজের নেত্রী রোকেয়া, পারভিন আক্তার প্রমুখ। পরে সেখানে ১১ সদস্য বিশিষ্ট একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। এ কমিটি নিজ ওয়ার্ডে নারীর ক্ষমতায়ন সৃষ্টি করতে সচেতনতা মূলক কার্যক্রম বাস্তাবায়ন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ও সকল প্রকার নারী নির্যাতন প্রতিরোধে জনমত সৃষ্টি করে তা প্রতিরোধ করবে বলে সংশ্লিষ্টরা জানান। উল্লেখ্য অনুরুপ একটি কমিটি গতকাল বিকেলে বিশা ইউনিয়নের উদয়পুর গ্রামেও গঠন করা হয়েছে।

 

One response to “আত্রাইয়ে পল্লী সমাজ গঠন উপলক্ষে ওরিয়েন্টেশন”

  1. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/23478 […]

Leave a Reply

Your email address will not be published.

x