ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে খুলনার পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্ত¡রে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুকে সাথে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনি, ছাত্রলীগনেতা রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা, মাজহারুল ইসলাম মিথুন, অহিদুজ্জামান, ফয়সাল আলম ফাহিম, রসুল গাজী, আব্দুর রহিম, বাবলু গাজী, বাঁধন মন্ডল, নাজমুল হোসেন, খালিদ শাহরিয়ার ও আহাদ গাজী।