ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০৬:৫২ পূর্বাহ্ন
ভৈরবে মাদক বিরোধী প্রতিবাদ ও আলোচনাসভা
জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি

ভৈরবে মাদক বিরোধী প্রতিবাদ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

চন্ডিবের গ্রামের স্থানীয়দের আয়োজনে রোববার সন্ধ্যায় হাজি আসমত এতিম বালিকা স্কুল এন্ড কলেজের মেহের মমতাজ মিলনায়তনে স্থানীয় কাউন্সিলর হাজি মনির হোসেনের সভাপতিত্বে এ প্রতিবাদ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান,ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেণ ।

এছাড়া ও বক্তব্য রাখেন,সাংবাদিক তুহিন মোল্লা,নজরুল ইসলাম রিপন, প্রভাষক বাবুল মিয়া ,সমাজ সেবক আবু মিয়া,মোকাররম হোসেন মোল্লা প্রমূখ। এ সময় বক্তারা বলেন,মাদক এখন মহামারি আকার ধারণ করেছে । যত্রতত্র ঔষধের ফার্মেসী,হোটেল রেস্তোরা,মুদিও দোকান সহ শহরের অলি-গলি সব খানে মাদকে ছেয়ে গেছে ।

মাদকের নেশার টাকা জোগাড় করতে চুরি,ছিনতাই,খুনসহ বিভিন্ন অপরাধ বেড়ে গেছে । তাই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদবধ হয়ে নির্মূল করতে হবে । প্রয়োজনে তাদেরকে চিহ্নিত করে এলাকা থেকে উচ্ছেদ করা হবে বলে হুশিয়ারী দেন ।

One response to “ভৈরবে মাদক বিরোধী প্রতিবাদ ও আলোচনাসভা”

  1. 토렌트 says:

    … [Trackback]

    […] Here you can find 61777 more Information on that Topic: doinikdak.com/news/23261 […]

Leave a Reply

Your email address will not be published.

x