ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
খুলনায় নুতন মটর ভ্যান পেলেন, আলোচিত সেই কিশোর আব্দুল্লাহ
রাশিদুজ্জামান সরদার

খুলনা ডুমুরিয়ায় নুতন মটর ভ্যান পেলেন আহাজারি করা সেই কিশোর আব্দুল্লাহ

উল্যেখ (১৭ মে) বেলা ১১টায় চুকনগর বাজারের সাউথ বাংলা ব্যাংকের সামনে থেকে তার মোটরভ্যানটি চুরি করে নিয়ে যায় দুই প্রতারক। এরপর কান্নায় ভেঙে পড়ে কিশোর আব্দুল্লাহ্। আহাজারি করা দৃশ্যের ভিডিও ফুটেজ চ্যানেল এস’র ডুমুরিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলমের ফেসবুকে ব্যাপক ভাবে ভাইরাল হলে

চুকনগরের কর্মরত সাংবাদিকরা এগিয়ে আসে এবং কিশোর আব্দুল্লাহ কে নুতন একটি ভ্যান কিনে দেওার উদ্যোগ নেয়। সঙ্গে সঙ্গে ফেসবুক বন্ধুদের আর্থিক সহযোগীতায় নুতন মটর ভ্যান ক্রয়ের টাকা ম্যানেজ হয়ে যায়। শনিবার ৫ই জুন বিকাল ৩ টায় চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্তরে কিশোর আব্দুল্লাহ’র কাছে মটর ভ্যানটি হস্তান্তর করা হয়।

নুতন মটর ভ্যান পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন আব্দুল্লাহ’র পিতা বাবু সরদার।

এসময় উপস্থিত ছিলেন চুকনগরের কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।

x