ঢাকা, বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন
পাইকগাছায় পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু ও ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় শনিবার সকালে পাইকগাছা সরকারি কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।

পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান পারভেজ রনির সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগনেতা এমএম আজিজুল হাকিম, নিত্যানন্দ দাশ, ছাত্রলীগনেতা রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা, অহিদুজ্জামান, রসুল গাজী, ফয়সাল আলম ফাহিম, ওয়াসিউর রহমান শাফিন, রাকিব হোসেন, বাঁধন মন্ডল, তহিদুজ্জামান তপু, সুমন মন্ডল ও পল্লব মন্ডল।

Leave a Reply

Your email address will not be published.