পাইকগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) অনুর্ধ -১৭ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে ১২টায় পাইকগাছা সরকারী বয়েজ স্কুল মাঠে উক্ত খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উদ্বোধনী খেলায় চাঁদখালী ইউনিয়ন ও লতা ইউনিয়ন ফুটবল একাদশ অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকতা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, থানা অফিসার ইনচার্য (ওসি) মোঃ এজাজ শফী, উপজেলা ভাইস চেয়ারম্যান সিহাব উদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ।
এছাড়া একই সময় অপর ভেনু পাইকগাছার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। হরিঢালী এবং রাড়ুলী ইউনিয়নের মধ্যকার খেলার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাইকগাছা নির্বাহী কর্মকর্তা জনাব এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ শাহরিয়ার হক,উপস্থিত ছিলেন কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কওছার আলী জোয়াদ্দার, 4নং দেলুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, প্রধান শিক্ষক জনাব কবীর আহমেদ, প্রধান শিক্ষিকা রহিমা আক্তার শম্পা, শেখ আব্দুর রহমান, কপিলমুনি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক ও কপিলমুনি বণিক সমিতির সাধারন সম্পাদ এবং সাংবাদিক গাজী আব্দুর রাজ্জাক রাজু, বিশিষ্টি ব্যবসায়ী আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম প্রমূখ
Leave a Reply