কুলিয়ারচর থানাধিন ফরিদপুর ইউনিয়নের নাপিতেরচর গ্রামের এক শিশুকে যৌন নীপিড়নের অভিযোগে অভিযুক্ত আশরাফুল ইসলাম (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ।
শিশুটি ঐ এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া (সাড়ে ৫ বছর) শিশু শ্রেণির ছাত্রী। শিশুটির মা বাদী হয়ে যৌন নিপীড়নের ঘটনায় গতকাল বৃহস্পতিবার কুলিয়ারচর থানায় মামলা রুজু করেন। মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক কাজী রাকিব সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযুক্তর নিজ বাড়ি থেকে আশরাফুলকে গ্রেফতার করেন।
উল্লেখ্য, গত বুধবার (২জুন) বিকালে নাপিতেরচর গ্রামের শহীদুল্লাহর ছেলে আশরাফুল ইসলাম শিশুটিকে যৌন নীপড়িন করেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে আশরাফুলের বিরুদ্ধে বৃহস্পতিবার কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেন। মামলা নথিভুক্ত হওয়ার পর অভিযুক্ত আশরাফুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
শিশুর বাবা (৩৭) এ প্রতিনিধিকে জানান, গত বুধবার (২জুন) বিকাল ৪ টার দিকে তার সাড়ে ৫ বছর বয়সের শিশু কন্যাকে ঘুড়ি দেখানোর নাম করে পার্শ্ববর্তী বাড়ির শহীদুল্লাহর ছেলে লম্পট আশরাফুল ইসলাম (১৯) তার ঘরে ডেকে নিয়ে যৌন নীপিড়ন করে। এসময় শিশুটির ডাক চিৎকার তাকে ছেড়ে দেয়। এঘটনার পর শিশুটি কাঁদতে কাঁদতে মা’র কাছে গিয়ে ঘটনাটি খুলে বলে। এর আগেও লম্পট আশরাফুল ওই শিশুটিরকে যৌন নিপীড়ন করেছিলো বলে জানান শিশুটির বাবা।
শিশুটি বলে, আশরাফুল তাকে ঘুড়ি দেখানোর কথা বলে ঘরে ডেকে নিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। আর বলে এ কথা কাউকে বললে তাকে মারধোর করবে।
এব্যাপারে ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ আলম বলেন, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার সকালে শিশুটির বাবা তার নিকট গেলে তিনি তাকে থানায় অভিযোগ করতে পরামর্শ দেন।
এ ঘটনায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, এ ব্যাপারে থানায় মামলা রুজু হয়েছে। মামলা রুজু হওয়ার পুলিশ অভিযান চালিয়ে দেড় ঘন্টার মধ্যেই অভিযুক্ত আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।