ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ১১:১১ অপরাহ্ন
পাইকগাছায় মাছের আহরোণত্তর পরিচর্যা এবং সংরক্ষণ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
মোঃ মনিরুল ইসলাম, পাইকগাছা (খুলনা)

পাইকগাছায় মাছের আহরোণত্তর পরিচর্যা এবং সংরক্ষণ পদ্ধতি বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।

বুধবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপ-প্রকল্প পরিচালক সরজ কুমার মিস্ত্রী। স্বাগত বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস।

বক্তব্য রাখেন, উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুস সালাম, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ ও ক্ষেত্র সহকারী রণধীর সরকার। প্রশিক্ষণে সমুদ্রগামী ২৫জন জেলে অংশগ্রহণ করে।

x