ঢাকা, মঙ্গলবার ০৭ মে ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন
আশুলিয়ায় বায়ুগ্যাস বিস্ফোরন, আহত-৬
মোহাম্মদ ইয়াসিন, সাভার থেকে

সাভারের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান এলাকায় গ্যাস বিস্ফোরনে ০৬ জন দগ্ধ ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে।

বুধবার(২রা জুন)ভোর ৫ঘটিকায় পল্লিবিদুৎ কবরস্থান এলাকায়  অবসরপ্রাপ্ত এক সেনাদস্যের বাসায় এ  বিস্ফোরণের ঘটনা ঘটে।

উক্ত  বিস্ফোরণের ০৬ জন ব্যক্তি আহত হয় এদের মধ্যে দুইজনকে শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতাল  নিয়ে যাওয়া হয় এবং বাকি চারজন কে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান তাদের অবস্থা গুরুতর হওয়ায়  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আশুলিয়া ফায়ায় সার্ভিস হতে ১ ইউনিট উক্ত বিস্ফোরণ স্থানে আসেন এবং অনুসন্ধান করে বলেন বিস্ফোরণ কিভাবে হয়েছে তা এখনো বলা যাচ্ছে না, জানা গেলে আমরা জানাবো।

এ ছাড়াও পল্লী বিদ্যুৎ অফিস থেকে একটি টিম এসে পর্যালোচনা সহ পরিক্ষা নিরিক্ষা করে নিশ্চিত হন বৈদ্যুতিক কোন ত্রুটি ছিলোনা। তবে ধারনা করা হচ্ছে লেট্রিন সেফ্টি টাংকি ও রান্না ঘর একত্রে থাকায় সৃষ্ট বায়ু গ্যাস  থেকে বিস্ফোরন ঘটতে পারে।

আহতরা হলেন,মোঃ হাকিম (৩২)মোঃআউয়াল (৩৫)মোছাঃ আদুরী (২৬)মোছাঃ আফরোজা (৩০)মোছাঃ আফিয়া (০৮)মোছাঃ রেনু (২৭)

এদের মধ্যে পাঁচজন গার্মেন্টস শ্রমিক।

Leave a Reply

Your email address will not be published.

x