ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ের হরিপুরে পানি খেয়ে অসুস্থ একই পরিবারের ৫ জন
সবুজ ইসলাম, রাণীশংকৈল

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাড়ির টিউবওয়েলের পানি পান করার ফলে  একই পরিবারের ৫ জন অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে।

এমন ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ( পহেলা জুন ) উপজেলার  কামারপুকুর গ্রামে।

পানি পান করার ফলে অসুস্থরা হলেন, যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজ্জামেল হক (৭৫), তার স্ত্রী আয়েশা বেগম (৬৫), পূত্রবধূ রুনা লাইলা (৪০), কেয়ারটেকার সিরাজ উদ্দীন (৬০) ও গৃহকর্মী আরজিনা।

স্থানীয়রা জানান, আজ সকালে শিক্ষকসহ বাড়ির সকলেই নাস্তা খাওয়ার সময় টিউবওয়েলের পানি পান করে। ফলে বেলা ১১টার সময় একে একে ৫ জনই ঘুমিয়ে পড়ে। পরে ওই শিক্ষকের বড় ছেলে বাড়িতে এসে দেখে সবাই এলোমেলো ভাবে পড়ে আছে। বিষয়টি সন্দেহজনক হলে স্থানীয় এক চিকিৎসককে আনা হলে তিনি জানান, বাড়ির সকলকেই নেশাদ্রব্য জাতীয় কিছু খাওয়ানো হয়েছে।

তবে স্থানীয়দের দাবি এঘটনা নতুন নয় এর আগেও কয়েকবার ঘটেছে। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে উপজেলার সাধারণ মানুষ।

হরিপুর থানার ওসি এস.এম আওরঙ্গজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এসব ঘটনার নেপথ্যে কারা জড়িত পুলিশ অনুসন্ধানে চালাচ্ছে।

3 responses to “ঠাকুরগাঁওয়ের হরিপুরে পানি খেয়ে অসুস্থ একই পরিবারের ৫ জন”

  1. … [Trackback]

    […] Here you can find 59588 additional Information to that Topic: doinikdak.com/news/21306 […]

  2. When taking pictures with a mobile phone or tablet computer, you need to turn on the GPS positioning service function of the device, otherwise the mobile phone cannot be positioned. https://www.xtmove.com/how-to-track-location-through-mobile-phone-photos/

  3. … [Trackback]

    […] Read More Information here on that Topic: doinikdak.com/news/21306 […]

Leave a Reply

Your email address will not be published.

x