ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
ঠাকুরগাঁওযে বিশ্ব দুগ্ধ দিবস পালন
মোঃ মজিবর রহমান

ঠাকুরগাঁও জেলা প্রশাসক  কার্যালয়ের সামনে হতে ঠাকুরগাঁও শহরের প্রধান সড়কে  রেলি  শেষে ঠাকুরগাঁও  জেলা প্রশাসক   ড; কে এম কামরুজ্জামান সেলিম  বেলুন ফেস্টুন উড়িয়ে  ১ জুন মঙ্গলবার সকালে   বিশ্ব দুগ্ধ দিবস শুভ উদ্বোধন করলেন।

এ সময  অন্যান্যদের মধ্যে ঠাকুরগাঁও জেলা কৃষিবিদ মোঃ আলতাব হোসেন ডাঃ মোঃ মামুনুর রশিদ ইয়োলো, ডাঃ মোঃ শাহরিয়ার মান্নান,ভিএস ঠাকুরগাঁও প্রাণিসম্পদ অধিদপ্তর ঠাকুরগাঁও এর বিভিন্ন অফিসের  কর্মকর্তা কর্মচারীগন  উপস্থিত ছিলেন।

x