ঢাকা, শনিবার ১০ জুন ২০২৩, ০৪:৫২ অপরাহ্ন
নওগাঁয় ৪০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৫
গোলাম রাব্বানী, মান্দা, নওগাঁ

সোমবার (৩১মে) র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কতৃক রাত সাড়ে ৮টায় শহরের কাঁঠাতলী মোড় থেকে তাদের আটক করেন।

আটকরা হলেন- ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামের মৃত ছানারুল্লাহ’র ছেলে চালক খোরশেদ আলম (৪৫) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মোহনপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৮)।

র‌্যাব-৫ ক্যাম্প কোম্পানী কমান্ডর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানা বলেন, হবিগঞ্জ থেকে (ঝিনাইদহ-ট-০২-০১৮৩) একটি খালি ট্রাক নওগাঁর দিকে আসছিলো। গোপন সংবাদে নওগাঁ-বগুড়া সড়কের শহরের কাঁঠালতলী মোড়ের পাশে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সামনে ট্রাকটি থামিয়ে তল্লাসি করা হয়।

এসময় ট্রাকের উপর পলেথিন দিয়ে ঢেকে রাখা প্লাস্টিকের চারটি বস্তা থেকে গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৪০ কেজি। গাঁজা উদ্ধারসহ চালক ও তার সহযোগীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published.

x