ঢাকা, বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন
খুলনায় গরু ব্যবসায়ীকে অজ্ঞান করে টাকা নিয়ে পালানোর সময় আটক ১
রাশিদুজ্জামান সরদার 

খুলনা ডুমুরিয়ার চুকনগরে গরু ব্যবসায়ীকে অজ্ঞান করে টাকা নিয়ে পালানোর সময় এক অজ্ঞান পার্টির সদস্যকে আটক করেছে জনতা। সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে টাকা নিয়ে বাস থেকে নেমে দৌঁড়ে পালানোর সময় তাকে আটক করে জনতা। পরে জনতার রোষানল থেকে বাঁচানোর জন্য খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে চুকনগর বাসষ্ট্যান্ডে পৌছুলে সাতক্ষীরা জেলার তালা উপজেলার খলিশখালী গ্রামের মোজের আলীর পুত্র মোঃ আব্দুস সবুজ কালাম (৩২) নামে এক অজ্ঞান পার্টির সদস্য যাত্রীবাহী বাস থেকে নেমে দৌঁড়ে পালানোর সময় খুলনার মিস্ত্রী পাড়ার মৃত আসাদ আলী শেখের পুত্র আবুল খায়ের শেখ নামে এক গরু ব্যবসায়ী অজ্ঞান কাজের সাথে অভিযুক্ত ব্যক্তির পিছনে চোর চোর বলে দৌঁড়াতে থাকে।

এসময় তার আত্তচিৎকারে জনতা তাকে অভিযুক্ত ব্যক্তিতে ধরে ফেলে। পরে জনতার রোষানল থেকে বাঁচানোর জন্য খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। এসময় গরু ব্যবসায়ী অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। পুলিশ অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে নগত ৭৬হাজার ৯শত টাকা, অজ্ঞান করা মেডিসিন, একটি হ্যান্ডওয়াশ, একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করে। এব্যাপারে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন মজুমদার বলেন, ধৃত ব্যক্তিতে ডুমুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং অসুস্থ অজ্ঞান গরু ব্যবসায়ীকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

3 responses to “খুলনায় গরু ব্যবসায়ীকে অজ্ঞান করে টাকা নিয়ে পালানোর সময় আটক ১”

  1. Mobile Phone Monitoring App – hidden tracking app that secretly records location, SMS, call audio, WhatsApp, Facebook, Viber, camera, internet activity. Monitor everything that happens in mobile phone, and track phone anytime, anywhere.

  2. When you have doubts about your children’s activities or the safety of their parents, you can hack their Android phones from your computer or mobile device to ensure their safety. No one can monitor around the clock, but there is professional spy software that can secretly monitor the activities of Android phones without making them aware. https://www.xtmove.com/how-to-hack-someones-android-phone-without-touching-it/

  3. … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/20918 […]

Leave a Reply

Your email address will not be published.

x