ঢাকা, শনিবার ১০ জুন ২০২৩, ০৪:১১ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে নিয়মিত আদালত খুলে দেওয়ার দাবিতে আইনজীবীদের মানববন্ধন
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলায় স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন পালন করা হয়। ৩১ মে সোমবার জেলা আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালিত হয়। ঠাকুরগাঁও

জেলা আইনজীবী সমিতির আয়োজনে মানববন্ধন চলাকালে কক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. এনতাজুল হক প্রমুখ। বক্তারা নিয়মিত আদালত খুলে দিতে প্রধান বিচারপতি ও প্রধামন্ত্রীর দৃষ্টি আকর্ষন করেন। অন্যান্য সকল প্রতিষ্ঠান ও গণপরিবহন খোলা রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে নিয়মিত আদালত খুলে দেওয়ার আহবান জানান তারা। মানববন্ধনে আইনজীবী সমিতির সদস্যরা অংশ নেন। উল্লেখ্য যে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে গত ৫ এপ্রিল থেকে নিয়মিত আদালত বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x