ঢাকা, বৃহস্পতিবার ০৮ জুন ২০২৩, ০৬:৫১ পূর্বাহ্ন
রাণীশংকৈলে আঞ্চলিক পর্যায়ে যুবদের জ্ঞান ও শিখন কর্মশালা অনুষ্ঠিত
রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আঞ্চলিক পর্যায়ে যুবদের জ্ঞান ও শিখন বিনিময়ের মাধ্যমে নীতিমালা চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

৩০ মে রবিবার সিডিএ’র মহলবাড়ী আঞ্চলিক অফিসে গ্রামীন যুবদলের সদস্যরা এ কর্মশালায় অংশগ্রহন করেন।

দিনব্যাপী এ  কর্মশালায়  উপস্থিত ছিলেন সিডিএ’র আঞ্চলিক  সমন্বয়কারী জাহেদুর রহমান, সভাপ্রধান জাহাঙ্গীর আলম, দ্বিপা রানী রায়,সম্পাদক শ্রাবণী আক্তার আশা  যুব নেতারা সহ সদস্যরা।

এ  কর্মশালায় সময় উপযোগী প্রেক্ষাপট বিশ্লেষণের মাধ্যমে লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে যুবদের কিভাবে বেকারত্ব দূর করার বিষয়ে আলোচনা করা হয়। এবং ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিতে যুবদের সম্পৃক্তকরণ সহ উপজেলা খাসজমি বন্দোবস্ত কমিটিতে যুবদের সম্পৃক্তকরণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থানীয় সম্পদ চিহ্নিত করণ,সুযোগ সমূহ বিশ্লেষনে পরিকল্পনা প্রনয়ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x