নওগাঁর বদলগাছীতে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় মসজিদের ইমামকে আটক করেছে বদলগাছী থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার মিঠাপুর ইউপির উত্তর পাকুরিয়া গ্রামে। আজ ২৯মে, শনিবার সকালে শিশুটি ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গেলে ধর্ষণের শিকার হয়।
থানা পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় মিঠাপুর উত্তর পাকুড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে স্থানীয় মসজিদের ইমাম হাফেজ আবু হাসান (২৫) এর বাসায় আরবী পড়তে যেত ঐ শিশুটি। আজ শনিবার সকালে ৭টার দিকে প্রাইভেট পড়তে গেলে আবু হাসান তাকে একা পেয়ে ধর্ষণ করেন। এসময় আরো দুজন ছাত্র প্রাইভেট পড়তে এসে পরিস্থিতি দেখে বিব্রত হয়। ওই দুই ছাত্রকে বিস্কুট খাবার টাকা দিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য চাপ দেওয়া হয়।পরে ওই শিশুটি বাড়ি ফিরে ঘটনা খুলে বললে গ্রামের লোকজন জানতে পারেন।
পরে গ্রামবাসী এসে আবু হাসানকে আটক করে থানা পুলিশকে খবর দিলে বদলগাছী থানার এসআই আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করে আবু হাসানকে গ্রেপ্তার করেন।
গ্রামবাসী জানান, আবু হাসান একজন মাওলানা মানুষ। তিনি পার্শ্ববর্তী এক মসজিদের ইমাম।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। আসামী আবু হাসানকে আটক করে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।