খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ডুমুরিয়া থানা এলাকা হতে সর্বমোট ৬১০ (ছয়শত দশ) গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ ০২ (দুই) জন গ্রেফতার।
খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ একটি টীম ডুমুরিয়া থানা এলাকায় মাদক উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৮ই মে শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে ডুমুরিয়া থানাধীন পাটকেলপোতা জিনারুল গাজীর বাড়ির সামনে থেকে খুলনা জেলার বটিয়াঘাটা থানার
শৈলমারী এলাকার মিহির বৈরাগীর সন্তান ১। সৌমেন বৈরাগী(৩০)ও
মনোজ কান্তি হালদারের সন্তান ২। উৎসব হালদার (২০)এর কাছ থেকে ৪০০+২১০মোট ৬১০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক ২৮ই মে শুক্রবার রাত ০৮.৪৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় উপরোক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা নং- ২৭, তারিখ- ২৯/০৫/২০২১ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) দায়ের করেন