ঢাকা, সোমবার ০৬ মে ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
মাগুর মাছ বিক্রির অপরাধে আড়তদারকে ১০টাকা হাজার জরিমানা
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

২৯ মে শনিবার দুপুরে  গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ভুল্লী বাজারে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের নের্তৃত্বে ভ্রাম্যমাণ অাদালতের  অভিযান  পরিচালনা করেন।

এ সময় মাছ আড়ৎদার কোমরপুর গ্রামের আমির হোসেন (৬৫) নামে আড়তে বিক্রি নিষিদ্ধ আফ্রিকান মাগুর পাওয়া যায়। অভিযানে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাগুরগুলোকে চাষ ও বিক্রি নিষিদ্ধ হিসেবে চিহ্নিত করেন।এ সময় আড়ত থেকে ৫ মণ আফ্রিকান মাগুর পাওয়া যাওয়ায়,আড়তদারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার।

উল্লেখ্য আফ্রিকান মাগুর রাক্ষুসে প্রজাতির মাছ,ইহা যেখানে চাষ করা করা হয়,সেখানে অন্য কোন ছোট মাছ বাড়তে পারে না বিধ্যয় ইহা চাষ করা নিষিদ্ধ। ইহা বিষাক্ত নয়।আড়তদার জরিমানা পরিশোধ করলে আটককৃত মাছ বিভিন্ন এতিমখানায় প্রদানের নির্দেশনা দেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার।

 

One response to “মাগুর মাছ বিক্রির অপরাধে আড়তদারকে ১০টাকা হাজার জরিমানা”

  1. Szpiegowskie telefonu – Ukryta aplikacja śledząca, która rejestruje lokalizację, SMS-y, dźwięk rozmów, WhatsApp, Facebook, zdjęcie, kamerę, aktywność w Internecie. Najlepsze do kontroli rodzicielskiej i monitorowania pracowników. Szpiegowskie Telefonu za Darmo – Oprogramowanie Monitorujące Online.

Leave a Reply

Your email address will not be published.

x