ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
অগ্নিকান্ড ১০টি গবাদি পশু সহ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে অগ্নিকান্ড ১০টি গবাদি পশু সহ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

ঠাকুরগাঁও  জেলার বালিয়াডাঙ্গী উপজেলাতে  রান্না ঘরের আগুনে পুড়ে ১০টি গবাদি পশুর মৃত্য সহ ১০ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নীচে বসবাস করছে। আগুনে ৪টি ঘরে থাকা খাবার, কাপড়-চোপড় আসবাবপত্রসহ সবকিছু পুড়ে পথে বসেছেন দুটি পরিবার।

২৭ মে  বৃহস্পতিবার রাত ১টার সময় ঠাকুরগাঁও  জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের দোগাছি ক্ষিরাপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে রাত দেড়টার সময় ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের আতাউর রহমান ও আবুল কালাম আজাদ জানান, গভীর রাতে বসতঘর, রান্নাঘর ও গোয়াল ঘরে আগুন লেগে ৩টি গরু, ৭টি ছাগলসহ আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আমরা একেবারে পথে বসে গেছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সহিদুর রহমান বলেন, আগুনে পুড়ে যাওয়ার ঘটনা জানিনা। তাছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখনও আমাদের জানানো হয়নি। বালিয়াডাঙ্গী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যোবায়ের হোসেন বলেন, স্থানীয় চেয়ারম্যান বিষয়টি অবগত করেছেন। ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আমরা আছি।

x