নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা ও মুক্তিযোদ্ধাদের সংবধনা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে।
পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরে ৩ কোটি ৫৫ লক্ষ ৮৬ হাজার ৭৩৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনেরন সভাপতিত্বে আয়োজিত এক জনসমাবেশে এ বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব প্রদীপ কুমার মন্ডল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অাব্দুল হালিম ও সাবেক চেয়ারম্যান মুকবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার হোসেন।উপজেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি অাব্দুল লতিফ মন্ডল, মির্জা বাচ্চু বেগ, অালহাজ্ব ইয়াচিন অালী সরকার,
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুন্টু হোসেন, ইউপি সদস্য, গণ্যমান্য ব্যাক্তিবর্গ । ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। বাজেটে জল সরবরাহ এবং রাস্তা নির্মাণ ও
সংস্কার ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে ৬ লাখ টাকা করে এ বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া কৃষিতে ৬ লাখ, শিক্ষা খাতে ৫ লাখ ৫০ হাজার টাকা ও বিশুদ্ধ পানি সরবরাহ ২ লাখ টাকা টাকা বরাদ্দ ধরা হয়েছে।