নওগাঁর বদলগাছী উপজেলাতে এবার আমের ভালো ফলন হয়েছে। আর এক সপ্তাহের মধ্যেই শুরু হবে আম সংগ্রহের কাজ। সদরের আমবাগানের মালিক ও বদলগাছী পাইলট হাই স্কুলের শিক্ষক আসাদুজ্জামান মামুন বলেন, আমার বাগানের ৭৫টি গাছেই আমের ফলন ভালো হয়েছে। আশা করছি বাগানে এবার ১০০-১২০ মণ আম হবে। উপজেলার চমচমপুর গ্রামের ভুট্টু মিয়া বলেন, আমার ১০ বিঘা আমবাগান থেকে আশা করছি ৫০০ মণ আম পাবো।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান আলী বলেন, উপজেলায় এবার প্রায় ২৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের আমের চাষ হয়েছে। ফলনও ভালো হবে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহের মধ্যেই এখানে আম সংগ্রহের কাজ শুরু হবে।