ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ ও জিআর এর ২ হাজার ৩৩ জনের টাকা আত্মসাৎ করায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা তদন্ত সাপেক্ষে টাকা আত্মসাৎ এর সত্যতা প্রমান পাওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নির্দেশে বাদি হয়ে মামলা দায়ের করেন।
জানা যায়, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ মামলা দায়ের হয়েছে। ভিজিএফ এর-১৪৭৮ জনকে ও জিআর এর- ৫৫৫ জনকে মোট ৯ লক্ষ ১৪ হাজার ৮৫০ টাকা ঈদ এর আগে টাকা বিতরণ না করে আত্মসাৎ করেন তিনি। ডাংগীপারা ইউনিয়নের গরীব অসহায় মানুষগুলো ভাতা ভোগীর তালিকায় নাম থাকার পরেও ভাতা পাননি, তারা হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরে গত ১৬-৫-২০২১ ইং তারিখে সকাল ১১টায় হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল সরেজমিনে তদন্ত করে ,টাকা আত্মসাতের সত্যতা পান। পরে তদন্ত কর্মকর্তা হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন। ঠাকুরগাঁও জেলা প্রশাসক অভিযোগ পাওয়ার পরে ২৭ মে ইউএনওকে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন।
৪নং ডাঙ্গিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, হরিপুর উপজেলা চেয়ারম্যান আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ সব ষড়যন্ত্র করতেছে। হরিপুর উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল বলেন, হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও আমি তদন্ত করে টাকা আত্মসাতের সত্যতা পাই। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নির্দেশে মামলা হয়েছে। ঠাকুরগাঁও হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম বলেন, তদন্ত রিপোর্ট ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবরে প্রেরণ করা হয়েছিল। সেই মোতাবেক ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নির্দেশে আমি বাদি হয়ে চেয়ারম্যান মনিরুজ্জামান মনিকে প্রধানমন্ত্রীর দেওয়া টাকা আত্মসাতের ঘটনায় ২৮মে ২০২১ ইং হরিপুর থানায় মামলা দায়ের করি যার মামলা নম্বর– ১১/২০২১।