ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
ভৈরবে শিক্ষার্থীদৈর মাঝে অর্থ বিতরণ করলেন ওয়ার্ল্ড কনসার্ন
Reporter Name

২৭ মে, জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি:ভৈরবে ৬ষ্ট থেকে ১০ম শ্রেণীর দরিদ্র ও মেধাবী ৪৯ জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড কনসার্ন বাংলাশে এফডিসিএস ভৈরবের পক্ষ থেকে ১৪টি স্কুলের ৩৩ জন ছাত্র ও ১৬ জন ছাত্রীর মাঝে এ অর্থ বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হল রুমে এ অর্থ বিতরণ অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা।

এ সময় শিক্ষার্থীদের প্রত্যেককে ভর্তি ফি ও মাসিক বেতন বাবত মোট ১১শত টাকা করে তুলে অনুষ্টানের প্রধান অতিথি। অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আর এম সিপি ব্রাঞ।চ ম্যানেজার নাজিম সরকার, এফডিসিএস এর প্রোগ্রাম ম্যানেজার রেজিনা জয় ধর। বিশষে অতিথির বক্তব্য রাখেন ভৈরব উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ এর মহিলা সম্পাদিকা শাহীন সুলতানা। প্রবাল সাহার সার্বিক সঞ।চালনায় আয়োজক হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার নীপা অধিকারি। উক্ত অনুষ্টানে শিক্ষার্থীসহ তাদের অভিবাবকগণও উপস্থিত ছিলেন। অনুষ্টান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রোগ্রাম অফিসার ব্রেকিং বেরিয়াস্ ফর চিল্ড্রেন (বিবিসি-২) সামুয়েল কস্তা।

x