মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার ৬ থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম। ২৫ মে মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের কার্যলয়ে এ সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন।
আইন-শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক কর্মকাণ্ডসহ সার্বিক বিষয়ে বিগত দিনে অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়। এ ছাড়াও শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত হন – মোঃ আহসান হাবীব, পীরগঞ্জ সার্কেল, শ্রেষ্ঠ বিট ও মাদক উদ্ধারকারী হিসেবে নির্বাচিত হন — অফিসার এস,আই মোঃ জাবেদ আলী, শ্রেষ্ঠ তথ্য সংগ্রকারী অফিসার হিসেবে নির্বাচিত হন – এস ,আই মোঃ আজিজার রহমান, ডিএসবি ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এ,এস,আই মোঃ আঃ ওহাব, হরিপুর থানা কে সম্মাননা স্মারক প্রদান করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার।
ওসি, তানভিরুল ইসলাম জানান, সব সময় কাজের স্বীকৃতি পেতে ভালো লাগে। এ পুরস্কার আমার ভবিষ্যতে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। এ সম্মাননা ঠাকুরগাঁও থানাবাসীকে উৎসর্গ করলাম। আর আমার পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাকে উৎসাহিত করার জন্য। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (সদর), সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল), সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল), শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (পিবিআই), সিআইডি সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।