মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বাঙালী গ্রামের মোঃ হযরত আলীর ছেলে জুলফিকার হাসান জয় হত্যার আসামি ৬ জনকে করে বালিয়াডাঙ্গী থানার তারিখ- ২৯/৬/২০২০ইং যাহার মামলা নং – ০৮, জি,আর নং ৯০/২০২০ইং গত ২৪ / ৫/২০২১ ইং সোমবার দিবাগত রাত অনুমান ২ ঘটিকার সময় বালিয়াডাঙ্গী থানার এস আই জিয়াউর হক এর নেতৃত্বে জুলফিকার হাসান জয় হত্যা মামলার আসামি ৩ জনকে আটক করে বালিয়াডাঙ্গী থানার পুলিশ । বাকি ৩ জন পালিয়ে যায় । আসামিরা হলেন- মোঃ রহিত আলীর স্ত্রী মোছাঃ রুনা আক্তার (২৭), মোঃ তরিকুল ইসলাম মন্টুর স্ত্রী মোছাঃ মাইমুনা আক্তার (১৯), মৃত পানশর আলীর ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৫৫) সকালে গ্রাম বাঙ্গাটলি । জয় হত্যার বাবা বাদী মোঃ হযরত আলী বলেন,দীর্ঘ প্রায় ১বছর পর বালিয়াডাঙ্গী থানার পুলিশ ৩ জন আসামিকে আটক করল। বাকি ১ নং আসামি সহ আরো ২ জন পালিয়ে যায় । উক্ত আসামিদের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করলে জুলফিকার হাসান জয় হত্যার প্রকৃত রহস্য পাওয়া যাবে। যাহার মামলার ধারা ৩০২/২০১/৩৪ । আসামির লোকজন বাদী মোঃ হযরত আলীকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন । বাদী মোঃ হযরত আলী বলেন, ১ নং , ২ নং ও ৩ নং আসামী কে অতি দ্রুত ভাবে আটক করা হলে এবং ৬ জনকে আইনের মাধ্যমে রিমান্ড নিলে জয়ের হত্যার প্রকৃত ঘটনা বের হয়ে আসবে ।
আমি পুলিশ প্রশাসন ও আইনের বিচারের উর্দ্ধতন কর্মকর্তাদের অনুরোধ করব আমার ছেলে জয়ের হত্যার সঠিক বিচার পাওয়ার জন্য । জয়ের পিতা হয়ে আমার দাবি বিচারক মহোদয়ের কাছে ১ নং আসামি- রহিত আলী , ২ নং আসামি- রুনা আক্তার, ৩ নং আসামি- তরিকুল ইসলাম মন্টু সহ ৬ আসামি কে ফাঁসির আওতায় আনা হোক ।