ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
সাপাহারে আম বাজার মনিটরিং এর জন্য পুলিশ কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন
Reporter Name

নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ আম বাজার মনিটরিং ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে নওগাঁর সাপাহারে পুলিশ কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের উল্লাস সিনেমা হলের উত্তর পার্শ্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুলিশ কন্ট্রোল রুমের শুভ উদ্বোধন করেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান বিপিএম। সভাপতিত্ব করেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার।

এসময় আম আড়ৎ ব্যাবসায়ী সমিতির সভাপতি কার্তিক সাহা, সাধারন সম্পাদক জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাপী, নওগাঁ জেলা ও সাপাহার থানা পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও আম আড়ৎ সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

পরে কন্টোল রুমে আম আড়ৎ ব্যাবসায়ী সমিতির নেতাদের সাথে আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। এর আগে প্রধান অতিথিকে ফুলেল তোড়া দিয়ে  শুভেচ্ছা জানান আম আড়ৎ ব্যাবসায়ী সমিতির নেতারা।

x