ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের বলিদ্বারা রামপুর বাজারের পাশে বেইলি সেতু ঝুঁকিপূর্ণ-আর কত দুর্ঘটনার ভোগান্তি হলে নতুন হবে বেইলি ব্রিজটি।
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা রামপুর বাজারের পাশে বেইলি সেতু ঝুঁকিপূর্ণ থাকায় রাতে একটি ট্রাক্টর আটকে যায়। বন্ধ হয়ে যায় , রাণীশংকৈল – হরিপুর দুই উপজেলার মানুষের চলাচল।
এটি কোন নতুন চিত্র নয়- এমন দৃশ্য দেখা যায়, কয়দিন পর পর। তবুও টনক নড়েনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। কাল রাতে ট্রাক্টর ব্রিজের পাটাতনে আটকে যাওযায় ব্রিজের এপার ওপারে লেগে যায় লম্বা লাইনের গাড়ির যানজট। এ ভাবে আর কতদিন চলবে এ রকম দুর্ঘটনা, আর কত ভোগান্তি সইতে হবে পথচারীদের- এমন মন্তব্য সচেতন মহলের? নিত্যদিনে দুর্ভোগ নিয়ে পারাপার ভগ্নপ্রায় ফিটনেসবিহীন বেইলি ব্রিজটি আর সংস্কারের নয় – জরুরি ভাবে নতুন একটি ব্রিজ নির্মাণের দাবি জানান এলাকাবাসী ।