ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
রানীশংকৈলে নদীতে গোসল করতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু
Reporter Name

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের জগদল নাগর নদীতে গোসল করতে গিয়ে আবু জাফর(২২) নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে  ফায়ার সার্ভিস।

সোমবার(২৪ মে) নাগর নদীতে এ ঘটনা ঘটে। মৃত আবু জাফর নেকমরদ ইউপি’র ভবানন্দপুর গ্রামের বাবুল ইসলামের ছেলে ও ঢাকা সোহরাওয়ার্দী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

ফায়ার সার্ভিস ও পারিবারিক সুত্রে জানা গেছে, আবু জাফর ও তার ৪ জন বন্ধু মিলে নাগর নদীতে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে আবু জাফর নদীর পানিতে তলিয়ে যায়। এসময় তার বাকি বন্ধুরা খোঁজা খুঁজি শুরু করলে তাকে না পেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন  ফায়ার সার্ভিসে খবর দিলে  ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজি করে জাফরের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস.এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাফর সাঁতার না জানার কারণে ডুবে মারা যায়। তার পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

x