ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন
পাইকগাছা উপজেলা করোনা সংক্রমন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
Reporter Name

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা করোনা সংক্রমন প্রতিরোধ কমিটির সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, ওসি এজাজ শফী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থপ্রতীম রায়, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। উপস্থিত ছিলেন, উত্তরণের উপজেলা ম্যানেজার মাহফুজা সুলতানা ও নাজমুল বাশার।

পরে এনজিও সমন্বয় ও দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

x