ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
পউস ব্লাড এইড, নওগাঁ’র কমিটি গঠন
Reporter Name

মনিরুজ্জামান মুন্না, (পত্নীতলা) নওগাঁঃ ” জীবনে জীবন যোগ, রক্তেই হোক আত্নার সংযোগ ” এই স্লোগান কে সামনে রেখে উদ্যোমী কিছু তরুণ রক্তযোন্ধাদের  নিয়ে ৬ জুন ২০২০ সাল থেকে পথ চলা শুরু করেছে নওগাঁর পত্নীতলার ” পউস ব্লাড এইড, নওগাঁ ” নামক রক্তদান সংগঠন। এ পর্যন্ত তারা ১ হাজার ব্যাগ রক্ত সংগ্রহ ও তা রোগীর কাছে পৌঁছে দিয়েছে।

মানবসেবার এই মহৎ কাজকে আরোও বেগবান করতে তারা ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। কমিটিতে মোঃ সাইদ কে সভাপতি ও মোঃ মেহেদী হাসান  এবং রবিউল ইসলাম শুভ কে সহ- সভাপতি করে কমিটি গঠন করেন।

কমিটির বাকি কার্যকরী সদস্যরা হলেনঃ সোহরাব হোসেন, মোঃ নাজমুস সাকিব,শিহাব নহর, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ শাহরিয়ার আহমেদ, মোঃ সামিউল ইসলাম, সুলতান মাহমুদ, তসিবা পারভীন নিশি,রাহাতুল ইসলাম, জান্নাতুল মাওয়া, মোঃ মাহফুজ হোসাইন, নাহিদ হাসান, ইমার খান, কাজি নাজমুল, আহাদ মাহমুদ, মোঃ ফাহমিদ নাফিজ, রানা সরকার ও মোজাফফর হোসেন রাজু প্রমূখ।

সংগঠনটির সদস্যরা বলেন,  কত ব্যাগ রক্ত সংগ্রহ করেছি এসব গননা না করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মনে করি  ব্লাড কাউন্ট করা হীনমন্যতার পরিচায়ক।

কারন ব্লাড ডোনেট নির্ভর করে ডোনারের উপর।

x