ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Reporter Name

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও  জেলার বালিয়াডাঙ্গী  উপজেলাতে পৃথক ঘটনায় আয়েশা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা ও মেনুকা রানী (১৬) নামে দশম শ্রেণির স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  ২৩ মে রবিবার দুপুরে বড়পলাশবাড়ী ইউনিয়নের চোচপাড়া কইকুড়ি গ্রাম ও একই দিন বিকেলে চাড়োল ইউনিয়নের দোগাছি গ্রাম থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়। আয়েশা বেগম বড়পলাশবাড়ী ইউনিয়নের চোচপাড়া কইকুড়ি গ্রামের দেরেম আলীর স্ত্রী। স্কুলছাত্রী মেনুকা রাণী চাড়োল ইউনিয়নের দোগাছি গ্রামের পসাদু চন্দ্রের মেয়ে ও দোগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী।

বালিয়াডাঙ্গী থানার উপ-পরিদর্শক খাদেমুল ইসলাম মুঠোফোনে জানান, বৃদ্ধার মরদেহ তাঁর বড় ছেলে মোহাম্মদ আলীর ঘর থেকে উদ্ধার করে । লাশ ২ কে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এটি হত্যা নাকি আত্মহত্যা। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুস সবুর জানান, মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি।

x