মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ২৩ মে রবিবার দুপুরে ঠাকুরগাঁও অাধুনিক হাসপাতালে ভ্যানেটিক ব্যাগ চুরি করে নেওয়ার প্রচেষ্টাকালে মুন্সিপাড়া গ্রামের মৃত মাহাবুব আলমের ছেলে মোঃ মোস্তফা (২৫) রোগীর সাথে আসা স্বজন ও হাসপাতালের স্টাফ ধরে ফেলে,খবরটি বাইরে প্রকাশ পেলে স্থানীয় জনসাধারণ তাকে গণধোলাইয়ের চেষ্টা করে।
তবে ইতিমধ্যে হাসপাতালের আবাসিক চিকিৎসক ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনকে জানালে তিনি সদর থানার পুলিশ ফোর্স সহ তাৎক্ষণিকভাবে উপস্থিত হয়ে ঘটনা উদঘাটন করেন এবং তাকে আটক করেন। এ সময় তাকে জিজ্ঞেস করলে। সে মাদক কিনে সেবন করার জন্য চুরির প্রচেষ্টা চলায় বলে জানায়। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার তার অপরাধের জন্য তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উল্লেখ্য এর আগে একই অভিযোগে তাকে কারাভোগ করতে হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।