ঢাকা, রবিবার ১০ নভেম্বর ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
নওগাঁর মান্দায় রামদা দিয়ে কুপিয়ে জখম ৩
Reporter Name

এম,এ রাজ্জাক মান্দা (নওগাঁ) সংবাদদাতাঃ নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে দা দিয়ে কুপিয়ে চাচা-চাচী ও চাচাতো বোনকে গুরুতর জখম করেছে ভাতিজা ফয়সাল ইসতিয়াক তুষার। শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার সোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন তোতা তার স্ত্রী গুলনাহার বেগম ও মেয়ে নাবিলা হোসেন আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বসতভিটার জমিজমা নিয়ে দেলোয়ার হোসেন তোতার সঙ্গে ভাই বজলুর রশিদ খাজার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এনিয়ে একাধিক মামলা চলমান রয়েছে। শনিবার বাড়ির উঠানে নলকূপ স্থাপনকে কেন্দ্র করে হামলার শিকার হন তোতাসহ পরিবারের সদস্যরা।

জখম তোতার ছেলে নাদিম মাহমুদ তন্ময় জানান, শনিবার দুপুরের দিকে বাড়ির উঠানে নলকূপ বসানোর কাজ চলছিল। বিকেলের দিকে কাজ প্রায় শেষ পর্যায়ে চলে আসে। এ অবস্থায় জ্যেঠা বজলুর রশিদ খাজার ছেলে তুষার একটি দা নিয়ে অতর্কিতভাবে বাবা তোতার ওপর হামলা চালিয়ে কোপাতে থাকে।

বাবাকে বাঁচাতে মা গুলনাহার ও বোন নাবিলা হোসেন এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

4 responses to “নওগাঁর মান্দায় রামদা দিয়ে কুপিয়ে জখম ৩”

  1. 토렌트 says:

    … [Trackback]

    […] Find More Info here to that Topic: doinikdak.com/news/17837 […]

  2. … [Trackback]

    […] Read More on that Topic: doinikdak.com/news/17837 […]

  3. … [Trackback]

    […] There you can find 76579 additional Information to that Topic: doinikdak.com/news/17837 […]

  4. … [Trackback]

    […] Find More Information here to that Topic: doinikdak.com/news/17837 […]

Leave a Reply

Your email address will not be published.