ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ১০:১৪ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সাংবাদিক রোজিনার নি:শর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ
Reporter Name

মো: মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামকে তথ্য সংগ্রহকালে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করায় এবং পরবর্তিতে তাঁকে মিথ্যা মামলা দিয়ে থানায় সোপর্দ করা ও জেলে আটক রাখার প্রতিবাদে তাঁর নি:শর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় প্রতিবাদ সমাবেশ করেছে।  রবিবার (২৩ মে) সকাল সাড়ে ১০ টায় বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় বালিয়াডাঙ্গী উপজেলার সাংবাদিক সমাজের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ হয়।

এতে সাংবাদিক, সংবাদকর্মী, নাট্যকর্মী, সাংস্কৃতিক কর্মী  ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সাংবাদিক রমজান আলীর সভাপতিত্বে সাংবাদিক হারুন অর রশিদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সাংবাদিক শাহিন ফেরদৌস, বিশাল রহমান, ঠাকুরগাও টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার রাসেল, মোঃ মজিবর রহমান শেখ, মোঃ রাজিউর রহমান  জেহাদ রাজু,   এস এম মশিউর রহমান সরকার,দবিরুল ইসলাম, আবুল কালাম আজাদ ও সফিউল আলম কায়সার, আব্দুস সবুর, এস. আর. সুমন, মিন্নাত, মোস্তাফিজুর, আ: রউফ, ফজলুর রহমান, দুলাল রব্বানী, রুবেল রানা, শিক্ষাবিদ ড. টি.এম মাহববুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খোরশেদ আলম, আমাদের সময় পাঠক ফোরামের সভাপতি এসএম ম্যারীয়ন প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেন সাংবাদিক রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের দূর্নীতি ঢাকতে রোজিনা ইসলামকে হেনস্তা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তি দিতেই আজকের এ প্রতিবাদ সমাবেশ দাবি জানানো হয়।

x