ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
পত্নীতলায় ট্রাকের চাকায় হাওয়া দেয়ার সময় বাস্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
Reporter Name

মনিরুজ্জামান মুন্না, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাকায় হাওয়া দিতে গিয়ে জয় চন্দ্র মন্ডল (২২) নামে এক যুবকের মর্মান্ততিক মৃত্যু হয়েছে। ওই যুবক নজিপুর বাসষ্ট্যান্ড নওগাঁ রোডের হোসেন মটরস্ এর কর্মচারী  এবং উপজেলার বহবলপুর গ্রামের শীবেন চন্দ্রের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে দশ টায় ওই দোকানে একটি ট্রাকের চাকায় হাওয়া দিতে গিয়ে  বিস্ফোরণ ঘটে এবং ওই যুবক উপরের দিকে ছিটকে পড়ে মাথায় মারাক্তকভাবে যখম হয়ে ঘটনা স্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়।

এবিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ্ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্থান্তর  করা হয়েছে।

x