ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
নওগাঁর মান্দায় স্বামীর নির্যাতনে স্ত্রীর হত্যার অভিযোগ
Reporter Name

এম,এ রাজ্জাক স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মান্দায় স্বামীর বিরুদ্ধে  স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত গৃহবধূ জহুরা বিবি চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কসবা গ্রামের সিদ্দিক উদ্দিনের মেয়ে ।

স্থানীয়রা জানান, উত্তর কালিকাপুর গ্রামের জংলিপাড়ার আব্বাস আলির  ছেলে মাসুদ রানার সঙ্গে ২ মাস  আগে চাঁপাইনবাবগঞ্জ নাচোল উপজেলার কসবা গ্রামের সিদ্দিক উদ্দিনের মেয়ে জহুরা বিবির বিয়ে হয়।

জহুরা স্বামী মাসুদ শেখ পেশায় একজন কর্ষক।

স্থানীয়রা আরও জানান, ইতিপূর্বে মাসুদ ৩ টি বিয়ে করেছিলো।

বিয়ের পর থেকে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়। প্রায়ই ঝগড়া বিবাদ লেগে ছিল। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে গৃহবধূর মৃত্যুর খবর জানতে পারেন স্বজনেরা।

নিহত জহুরা বিবির স্বজনদের অভিযোগ, মেয়ে জহুরা বিবির বিয়ের পর থেকে জামাই মাসুদ, শুশ্বর আব্বাস, শ্বাশুড়ি সহিদা ও ননদ রিনা সহ মেয়ের ওপর শারীরিক ও মানুষিক নির্যাতন চালিয়ে আসছিল।

যৌতুক না পেয়ে মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তারা।

নিহতের শশুর আব্বাস জানান, পুত্রবধূ সবার অগোচরে গলায় রশি দিয়ে আত্নহত্যা করছেন। নিহতের শাশুড়ী জানান ছেলে মাসুদ তখনও বাড়ি ফেরেনি। হঠাৎ দুপুর ২ টার দিকে মেয়ে রিনার চিৎকারে এরপর জানতে পারি সে গলায় রশি দিয়েছে। পরে মান্দা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

x