ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
সুন্দরবনে পুকুর খনন কাজ পরিদর্শন করেছেন উপমন্ত্রী হাবিবুন নাহার
Reporter Name

জাহিদ রানা, মোংলা প্রতিনিধিঃ বন কর্মকর্তা-কর্মচারী,বনজীবি আর বণ্যপ্রানীর মিষ্টি পানির চাহিদা পুরনে সুন্দরবনের অভ্যন্তরে চলছে নতুন পুকুর খনন ও পূর্ণ খনন কাজ। বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রনালয়ের অধিনে সুন্দরবনের টেকসই বন ব্যবস্থাপনা স্বর্প প্রকল্পের আওতায় চলমান ওই খনন ও পূর্ণ খনন কাজ বৃহঃপতিবার সকালে  পরিদর্শন করেন বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।। এসময় উপপ্রধান বন সংরক্ষক মোঃ মাইনুদ্দিন ও পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা বেলায়েত হোসেন সহ বন বিভাগের উর্দ্ধোতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপ প্রধান বনসংরক্ষক মাইনুদ্দিন খান জানান,পাচ কোটি টাকা ব্যায়ে ওই প্রকল্পের আওতায়  চারটি নতুন পুকুর খনন,৮০টি পুকুরের পূর্ণ খনন করা হচ্ছে। এর মধ্যে ৬০টি পুকুরের পূর্ণ খনন ও দুটি নতুন পুকুর খনন কাজ সম্পর্ণ করা হয়েছে। চলতি বর্ষা মৌশুমের আগেই এ প্রকল্পের সকল কাজ সমাপ্ত করা হবে ।

x