জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি: সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে ভৈরবে মৌন মানববন্ধন র্কমসূচি পালিত হয়েছে । আজ মঙ্গলবার বিকেল চারটায় প্রথম আলো বন্ধুসভার আয়োজনে ভৈরব প্রেসক্লাব প্রাঙ্গণে মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোলার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- ভৈরব টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফার“ক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম বাকী বিলাহ, রিপোটার্স ক্লাবের সাধারণ সমপাদক আলাল উদ্দিন, সাংবাদিক কাজী আব্দুলাহ আল মাসুম, সাংবাদিক আদিল উদ্দিন আহমেদ, সমাজকমর্ী জায়েদুল হক জাবেদ, বন্ধুসভার সভাপতি ইকরাম বকস্ প্রমূখ ।
এসময় বক্তারা বলেন সচিবালয়ে আটকে রেখে প্রথম আলোর জ্যেষ্ট প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্থা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করেন এবং অনতিবিলম্বে নিঃশর্তে নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থঅ নেওয়া সহ রোজিনা ইসলামকে মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।