ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
রোজিনার নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদী সমাবেশ
Reporter Name

মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের  বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তি ও তাকে আটকে রেখে নির্যাতনকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী সমাবেশ করেছে ঠাকুরগাঁওয়ের সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ।

বুধবার (১৮ মে)  বিকালে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এই প্রতিবাদ সমাবেশে করেন সাংবাদিক ও সচেতন নাগরিকবৃন্দ।

এসময় নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, মুক্তিকামী মানুষের কণ্ঠ রোধ করার যে পায়তারা চলছে তা সাংবাদিকরাই বন্ধ করবে। সমাজের সকল অসংগতি লেখনীর মধ্যমে তুলে ধরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সমাবেশে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলি, প্রথম আলোর জেলা প্রতিনিধি মজিবর রহমান খান, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েসনের সভাপতি ফিরোজ আমিন সরকার রাসেল সহ অনেকে।

প্রতিবাদ সমাবেশে এসময় উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদিকবৃন্দ।

x