ঢাকা, শনিবার ১২ অক্টোবর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন
জমি বিরোধের জের ধরে বসতবাড়ী ভাংচুর লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ
Reporter Name

মোঃ মনিরুল ইসলাম, পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তালার মাছিয়াড়ায় বৃদ্ধার বসত-ঘর ভাংচুর করে গুড়িয়ে দিয়েছে দূবৃত্তরা। এসময় বাঁধা দেওয়ায় তারা বৃদ্ধা সুখজান বিবি (৭০) ও তার পুত্রবধূ রাবেয়া বেগম(৩৮) কে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে। গুরুতর অবস্থায় সুখজান বিবিকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেছে। সর্বশেষ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

অভিযোগে জানাগেছে যে, উপজেলার মাছিয়াড়া গ্রামের মৃত আয়নুদ্দীন ঢালীর স্ত্রী-পুত্ররা পৈত্রিক ও খরিদা সূত্রে প্রাপ্ত প্রায ২০ শতাংশ জমির উপর বসত-বাড়ি নির্মানপূর্বক দীর্ঘ প্রায় ৪০/৪৫ বছর যাবৎ বসবাস করে আসছে। এক পর্যায়ে জমির একাংশে ১৫/২০ দিন পূর্বে সুখজান বিবির ছেলে নাসির ঢালী একটি বসত ঘর নির্মানপূর্বক সেখানে তার মা সুখজানকে তুলে দেয়। এমন পরিস্থিতিতে সোমবার (১৭ মে) সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে প্রতিপক্ষ মৃত কোমর উদ্দীন ঢালীর ছেলে হারুন ঢালী (৩৭) ও আছাদুল ঢালী (৩৫), শহিদুল গাজীর ছেলে আলামিন গাজী (৩৩) সহ অন্যান্যরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সদ্য নির্মিত বসত ঘরটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। এসময় তারা লুট-পাট চালিয়ে ঘরে রক্ষিত বাক্সে রক্ষিত নগদ ১৫ হাজার টাকা, সোনার দুল ছিনিয়ে নেয়।

এসব ঘটনায় বাঁধা দিলে তারা নাসির উদ্দীন ঢালীর স্ত্রী রাবেয়া বেগমের পরনের শাড়ী-বøাউজ টেনে-হেঁচড়ে বিবস্ত্র করে ¤øীলতাহানি ঘটায় বলে অভিযোগে জানানো হয়। এছাড়া একই সময় নাসিরের বৃদ্ধা মা সুখজান বিবি ঠেকাতে গেলে তারা তাকে লাথি মেরে ফেলে দিয়ে পিটিয়ে পাজর,ঘাড় ও হাতে ইনজুরি করে করে দেয়। অভিযোগে আরো জানানো হয় যে, ঘটনার দৃশ্য ভিডিও ধারনের সময় তারা নাসিরের ছেলে রায়হানকে মারধর করে টাচ্ মোবাইলটি কেড়ে নেয়। এসময় তাদের আতœ চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকে মামলা না করতে জীবননাশের হুমকি দিয়ে চলে যায়।  তাৎক্ষণিক এলাকাবাসী গুরুতর অবস্থায় সুখজান বিবিকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেছে। এদিকে অভিযুক্ত হারুন ঢালী পাল্টা অভিযোগ করে বলেন, তার দাদা মহাজন ঢালী ১৯৫১ সালে তার আপন ভাই মহাজন ঢালীর কাছ থেকে মাছিয়াড়া মৌজার এসএ ১২৪ খতিযানের ১৪৮ ও ১৫৩ দাগের মধ্য থেকে সাড়ে ৩১ শতক জমি কোবলা মূলে খরিদ করে ভোগ দখল করে আসছেন। পরে নামপত্তনপূর্বক চলতি ভচর পর্যন্ত সমুদয় খাজনা দাখিলা পরিশোধ করেছেন। তবে ঐ জমির একাংশ জোরপূর্বক দখলে নিতে নাসির গং সেখানে পলিথিনের ঘরসহ ঘেরা-বেড়া দেওয়ার চেষ্টা করলে তারা তা প্রতিরোধ করেছে মাত্র। সর্বশেষ ঘটনায় নাসিরের স্ত্রী রাবেয়া বেগম তালা থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে জানানো হয়েছে।

6 responses to “জমি বিরোধের জের ধরে বসতবাড়ী ভাংচুর লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ”

  1. … [Trackback]

    […] There you can find 73112 additional Information on that Topic: doinikdak.com/news/16375 […]

  2. Hi there, for all time i used to check website posts here early in the morning, for the reason that i
    like to find out more and more.

  3. … [Trackback]

    […] Read More Information here on that Topic: doinikdak.com/news/16375 […]

  4. 365-kw.com says:

    … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/16375 […]

  5. … [Trackback]

    […] Read More on on that Topic: doinikdak.com/news/16375 […]

  6. … [Trackback]

    […] Read More here to that Topic: doinikdak.com/news/16375 […]

Leave a Reply

Your email address will not be published.