ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
আত্রাইয়ে খড় আনতে গিয়ে বজ্রপাতে এক বৃদ্ধা নিহত
Reporter Name

আত্রাই (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর আত্রাইয়ে বৃষ্টির সময় বাড়ির পাশের মাঠ থেকে খড় আনতে গিয়ে আলেয়া বেওয়া (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার সাহাগোলা ইউনিয়নের রসুলপুর গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে। নিহত আলেয়া বেওয়া ওই গ্রামের মৃত মোজাম্মেল হক মজুর স্ত্রী।

জানা গেছে, বৃষ্টির সময় বাড়ির পাশের মাঠে খড় আনতে যায় বৃদ্ধা আলেয়া বেওয়া। মাঠ থেকে খড় আনার সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।

স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দিন জানান, বজ্রপাতে নিহত বৃদ্ধার নামাজের জানাজা গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

x