ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ভৈরবে এক কিশোরের আত্মহত্যা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি: পারিবারিক তথা কাটাকাটির জেরে বাবার সাথে অভিমান করে সাইফ (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সাইফ আজ সকালে  সাইফ তার বাবার সাথে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটি হয়। এরই জের ধরে এক পর্যায়ে নিজ ঘরে ঢুকে দরজা-জানালা বন্ধ করে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিঁয়ে আত্নহত্যার চেষ্টা করে । এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়দের সহায়তায় ঘরের টিনের চালা খোলে ভিতরে ঢুকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

এ বিষয়ে ভৈরব থানার ওসি তদন্ত মোঃ মাহফুজুর রহমান জানান,বাবার সাথে অভিমান করে ফাসিতেঁ ঝুলে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *