মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ১৬ মে ভোরে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের দালালবস্তি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ৩ টি ঘর পুড়ে যায়, ঘরে থাকা বিভিন্ন মালামাল সহ কিছু গরু ছাগল পুড়ে মারা যায়। এ সময় জীবিত কিছু গরু ছাগল অর্ধ পুড়া হয়ে আছে।
আগুন লাগার পর পরই স্থানীয় শুভাকাংখিরা বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ী রওয়ানা হলে শত্রু পক্ষ ফায়ার সার্ভিসকে না আসার জন্য ফোন দেয় এবং “বলে যে আগুন নিভে গেছে” এমন অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্থ্য পরিবারের লোকজন। এ ব্যপারে বালিয়াডাঙ্গী ফায়ার সাভিসের(০১৭৩৩৯৯৯৬২৭) মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে হাসান নামের একজন ফায়ার সার্ভিস কর্মী জানান,১৬ মে ভোরে আগুনের খবর পেয়ে স্টেশন থেকে আমাদের পানিবাহী গাড়ী রওয়ানা হয়। কিছুক্ষন পরই ৩৩৩ থেকে ফোন দিয়ে বলে যে আগুন নিয়ন্ত্রন হয়ে গেছে। তাই গাড়ী স্ট্রেশনে ফিরে আসে।