ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
বিটিভির নৃত্য শিল্পী হিসেবে তালিকা ভুক্ত হয়েছেন মনোয়ার
Reporter Name

মনিরুজ্জামান মুন্না, নওগাঁ: নওগাঁর সদর উপজেলার জি,এম মাসুদ রানা (মনোয়ার)  বাংলাদেশ টেলিভিশন বিটিভির নৃত্য শিল্পী হিসেবে তালিকা ভুক্ত হয়েছেন। প্রতিভাবান এই নৃত্য শিল্পী মনোয়ার বিটিভিতে ২০২০ সালের নৃত্য শিল্পী নির্বাচনী পরিক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবার প্রেক্ষিতে বাংলাদেশ টেলিভিশন বিটিভি নৃত্য শিল্পী হিসেবে “গ” শ্রেনীতে  তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, ঢাকা কেন্দ্র সূত্রে এই তথ্য জানা গেছে।  টেলিভিশন কতৃপক্ষ ইতোমধ্যে সংশ্লিষ্ট নৃত্য শিল্পী কে তালিকা ভুক্ত হবার বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়ে অবগত করেছেন।

প্রতিভাবান এই নৃত্য শিল্পী দেশের বাহিরেও বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন।  এছাড়াও তিনি নওগাঁর সুনামধন্য নৃত্য প্রতিষ্ঠান ত্রিতাল একাডেমি নওগাঁর পরিচালক হিসেবে রয়েছেন।  নৃত্য শিল্পী মনোয়ারের এই অর্জনে নওগাঁর  নৃত্য চর্চাকে আরো এগিয়ে নিতে সক্ষম হবে বলে আশাবাদী সাংস্কৃতিক কর্মীদের।  তার মাধ্যমে স্থানীয় অনুশীলনরত নৃত্য শিল্পীদের মধ্যে আরো আন্তবিশ্বাস জন্মাবে।

x