ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
ঈদের দিনে বেরোবি শিক্ষকের মৃত্যু: শিক্ষক সমিতির শোক
Reporter Name

হীমেল মিত্র অপু, স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতরের দিন শ্বাসকষ্ট নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আকতারুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ

(১৪ মে) শুক্রবার  দুপুরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় নিজ বাসভবনে তাঁর আকষ্মিক মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, দুই শিশু সন্তান ৫ বছর বয়সী রাফান ও ২ বছর বয়সী রাইদাসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।

মোঃ আকতারুল ইসলাম ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভেলাতৈল ভদ্রপাড়া গ্রাম নিবাসী মোঃ তৌফিকুল ইসলামের তিন সন্তানের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে কৃতিত্বের সাথে বিএ (সম্মান) ও এমএ পাস করে ২০১৩ সালের অক্টোবর মাসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দিয়েছিলেন।

তাঁর বাবা তৌফিকুল ইসলাম বলেন, গতকাল (বৃহস্পতিবার) তরমুজ খেয়ে হঠাৎ পেটের সমস্যা দেখা দিলে ডাক্তার দেখিয়ে তিনি ওষুধ খেয়ে একটু সুস্থ হন। এরপর আজ (শুক্রবার) দুপুরে জুম্মার নামাজ পড়তে যাওয়ার আগে আবার অসুস্থ বোধ করেন। এরপর হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় মেডিকেলে নেওয়ার ব্যবস্থা করতেই নিজ বাড়িতে মারা যান।

তাঁর হঠাৎ মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী এবং এলাকার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ।

এদিকে, তাঁর মৃত্যুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।  আজ শুক্রবার সন্ধ্যায় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. একেএম ফরিদ উল ইসলাম ও সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান স্বাক্ষরিত এক খবর বিজ্ঞপ্তিতে বলা হয়,

প্রিয় এই সহকর্মীর অকাল মৃত্যুতে আমরা যারপর নাই ব্যাথিত। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। একই সাথে মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম কোন শিক্ষককে হারালো বিশ্ববিদ্যালয়টি।

x