ঢাকা, রবিবার ১৬ মার্চ ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক
Reporter Name

মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসনের পক্ষ থেকে ও ব্যক্তিগতভাবে ঠাকুরগাঁওবাসীসহ সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

বৃহস্পতিবার (১৩ ম) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ঈদ উল ফিতরের এ শুভেচ্ছা বার্তা জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, এক মাস রোজা রেখে  সংযম পালন করার পরেই ঈদ আসে আনন্দের বার্তা নিয়ে। তাই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওবাসী সহ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।

এছাড়াও তিনি করোনা মহামারি থেকে মুক্তি পাওয়ার জন্য সকলকে প্রার্থনা ও  দোয়ো করার অনুরোধ করেন।

তিনি বলেন, ঠাকুরগাঁওবাসীসহ পুরো দেশজুড়ে সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়ে সকলকে ঈদের শুভেচ্ছা ‘ঈদ মোবারক’ জানান জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

x