ঢাকা, শুক্রবার ১০ মে ২০২৪, ০৪:৪৭ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে কাতিহার হাটের অতিরিক্ত টোল ফেরত নিয়ে দিলেন এসিল্যান্ড
Reporter Name

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: চলমান লকডাউনের মধ্যে হাট, তারপরেও আবার অতিরিক্ত টোল আদায়। খবর পেয়ে সরেজমিনে হাটে গিয়ে অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পেলে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ান ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার ভুমি প্রীতম সাহা।  শনিবার (৮ মে) দুপুরে রানীশংকৈল উপজেলার বৃহৎ কাতিহার হাটে তিনি এ কার্যক্রম পরিচালনা করেন।  এ ছাড়াও হাট ইজারাদারকে দুই হাজার টাকা অর্থদন্ডও প্রদান করেছেন। অভিযোগ ছিলো হাটে গরু প্রতি ২৩০ টাকার বদলে ৩৫০ এবং ছাগলের ৯০ টাকার বদলে ১৩০ টাকা আদায়ের। এছাড়াও অন্যান্য জিনিস পত্রের অতিরিক্ত টোলও আদায়ের অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে রানীশংকৈল উপজেলা সহকারী কমিশনার ভুমি প্রীতম সাহা জানান, অতিরিক্ত আদায়কৃত টোলের টাকা উপস্থিত ক্রেতাদের মাঝে ফেরত দেওয়া হয়েছে এবং ইজারাদারকে দুই হাজার টাকা অর্থদন্ড করে এবারের মত হাট ইজারদারকে সর্তক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x