ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ
Reporter Name
ঠাকুরগাঁওয়ে স্কুল, কলেজ ও বিশেষ চাহিদা সম্পূর্ণদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ

মোঃ জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে কিন্ডারগার্ডেন, স্কুল, কলেজের কর্মচারী, বিশেষ চাহিদা সম্পূর্ণ (প্রতিবন্ধী) ও জাতীয় হেল্পলাইন ৩৩৩ কল করা মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ হতে ত্রাণ সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১১ মে) ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে প্রধানমন্ত্রীর পক্ষ হতে ত্রাণ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

এসময় জাতীয় হেল্পলাইন ৩৩৩ কল করা ৫০ জন, কিন্ডারগার্ডেন, স্কুল, কলেজের অস্থায়ী কর্মচারী ২শ জন এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ (প্রতিবন্ধী) ১শ জন মোট ৩শ ৫০ জনকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

জেলা প্রশাসক সকলকে সরকারি বিধি নিদের্শ মেনে চলার অনুরোধ করেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলমসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

x