ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
ভৈরবে সুতা ব্যবসার আড়ালে গাঁজার ব্যবসা, মজিবুর গ্রেফতার
Reporter Name

জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি: তিনি কখনো আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স, কখনো সুতার ব্যবসায়ী,কখনো মাদক ব্যবসায়ী । এছাড়াও মজিবুর নিজকে বিভিন্ন প্রতিষ্টানের পদ পদবীর পরিচয় দিয়েও থাকেন। এছাড়াও সে একাধিক মাদক মামলার আসামী।  মজিবুর এক সময় দীর্ঘদিন যাবত  আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবেও কাজ করেছিল। আজ গাঁজাসহ মজিবুরকে গ্রেফতার করেছে ভৈরব থানার পুলিশ।  সে জগন্নাথপুরের লক্ষিপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে। আজ মঙ্গলবার সন্ধায় তাকে ভৈরব থানার উপ- পরিদর্শক জাহািঙ্গীর আলম সঙ্গিয় ফোর্স নিয়ে শহীদুল্লাহ কায়সার পাদুকা মার্কেট থেকে আটক করে। এসময় তার নিজ হেফাজতে রাখা ৪ কেজি গাঁজা উদ্ধারসহ জব্দ করে পুলিশ। সে সুতার ব্যাবসার আড়ালে দীর্ঘদিন যাবত মাদকের ব্যবাসা চালিয়ে আসছিল অভিযোগ স্থানিয়দের। এছাড়াও সে শহীদুল্লাহ কায়সার পাদুকা মার্কেটের সভাপতি ও একটি শিক্ষা প্রতিষ্টানের দাতা সদস্য বলেও নিজকে পরিচয় দিয়ে থাকেন। গত বছরের ২৭ অক্টোবর ঢাকার খিলগাঁও এলাকা থেকে ডিএমপি গোয়েন্দা বিভাগ মজিবুরকে ২০ কেজি গাঁজাসহ আটক করে। ঐ সময় মাদক বহনের অভিযোগে তার ব্যাবহৃত প্রাইভেটকারটিও জব্ধ করে পুলিশ। সে বিভিন্ন সময়ে নিজে প্রাইভেটকার চালিয়ে মাদক পাচার করত। তার নামে রাজধানী ঢাকা, ভৈরব ও কুলিয়ারচরে একাধিক মাদকের মামলা রয়েছে। গেল বছরেও ভৈরব

র‍্যাব ক্যাম্প সদস্যরা ৫ কেজি গাঁজাসহ তাকে আটক করে।

ভৈরব থানার উপ- পরিদর্সক জাহাঙ্গির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে  আজ সন্ধা সোয়া ৬ টার সময় শহীদুল্লহ কায়সার পাদুকা মার্কেটে অভিযান চালিয়ে মজিবুরকে আটক

করা হয়। পরে তল্লাশি করে তার নিজ হেফাজতে রাখা ৪ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের বিশেষ ক্ষমতায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published.

x